টানা দশ জয়ের রেকর্ডে আজ বিশ করতে চায় বাংলাদেশ

0
4

নিজস্ব প্রতিবেদক:: অপ্রতিরোধ্য বাংলাদেশ থামতে চায় না। ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে উড়তে থাকা টাইগাররা আজই টানা দশ জয়রের ‘রেকর্ড’ করতে চায়। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচটি জিতলেই বাংলাদেশ জিতে যাবে টানা দশ জয়।

ওয়েস্ট ইন্ডিজ সবশেষ দশ ওয়ানডের মধ্যে এখনো হারাতে পারেনি বাংলাদেশকে। টি-২০ ও টেস্টে ক্যারিবিয়ানদের কাছে নাকানি-চুবানি খেলেও নিজেদের শক্তির ফরম্যাট ওয়ানডেতে অপ্রতিরোধ্য টাইগাররা। উল্টো নাকানি-চুবানি খাওয়াচ্ছে উইন্ডিজদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী বাংলাদেশ প্রথম ওয়ানডে জিতেছে দাপুটের সাথেই। গায়ানায় স্বাগতিকদের হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। বোলাররা শুরুতেই টেনে ধরেন ক্যারিবিয়ানদের। ১৪৯ রানেই থামে তাদের ইনিংস। ব্যাট হাতে শান্ত, সোহান-রিয়াদদের ছোট্ট ছোট্ট ইনিংসে বাংলাদেশ যা টপকে যায় ৪ উইকেট হারিয়েই।

দুই দল এখন পর্যন্ত ৪২টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের জয় ১৯টি ম্যাচে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২১টি ম্যাচে। আর পরিত্যক্ত হয়েছে ২টি ওয়ানডে ম্যাচ। ঈদুল আযহার দিনে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৯তম জয়টি পেয়েছে টাইগাররা। আজকের ম্যাচটি জিতলে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশতম জয় পাবে বাংলাদেশ।

টাইগাররা আজ সিরিজ জয় নিশ্চিত করতেই মাঠে নামবে। এবারের সফরে টেস্ট ও টি-২০ সিরিজে হেরেছে টাইগাররা। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর টি-২০ সিরিজও ২-০ ব্যবধানে হারে সফরকারীরা। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। পরের দুইটি টানা জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিলো স্বাগতিকরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here