স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ায় টানা দুই ম্যাচে হারল বিসিবি হাইপারফরম্যান্স দল (এইচপি)। জয় দিয়ে টপ এন্ড টপ সিরিজ শুরু করা আকবর আলির নেতৃত্বাধীন এইচপি দল বুধবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ডারউইনে টসে হেরে ব্যাটিং করা এইচপি তুলতে পেরেছিল মাত্র ১৪৭ রান। জবাবে অ্যাডিলেড সেই রান টপকে যায় ৮ উইকেট ও ১৪ বল বাকি থাকতে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ও আফিফ হোসেন। ওপেনার জিসান আলম একটি করে চার-ছক্কায় করেন ২১ বলে ২৬ রান। অধিনায়ক আকবর ফেরেন ৩৬ রানে। শামীম হোসেন ৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪২ রান করেন। রান তাড়ায় ১০ চার ও ৩ ছক্কায় অ্যাডিলেড ওপেনার উইন্টার ৫৪ বলে ৮২ রান করলে হেসেখেলেই জয় পায় তারা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছিলেন রিপন মণ্ডল ও আবু হায়দার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০