টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিততে চান ক্যারিবিয়ান অধিনায়ক পুরান

0
9

স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে হাতে থাকা বাকী দুই ম্যাচ জিতে সিরিজ জিততে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। দুই দলের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ অনুষ্টিত হবে গায়ানায়। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে দাপটের সাথেই হারিয়েছে সফরকারী বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত হয়ে উঠা মিরাজ, শরিফুল-নাসুমদের পর ব্যাট হাতে সোহান, শান্ত-মাহমুদউল্লাহরা ম্যাচ জিতিয়েছেন ৬ উইকেট হাতে রেখেই। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

সবশেষ টানা নয় ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো ম্যাচেই জয়ী দল বাংলাদেশ। কিন্তুু উইন্ডিজ অধিনায়ক বলছেন, এখনো সিরিজ জিততে চান তারা। তিনি বলেন, ‘আমরা জানি, বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। আমি অনুভব করছি, আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার আমাদের দ্বিতীয় ম্যাচ। নিশ্চিত করতে হবে আমরা যেন নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মাঠে নামতে পারি। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ ভালো দল সেটা প্রমাণ করতে হবে জানিয়ে পুরান আরো বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বেশ ভালো দল। এখন সেটাই মাঠে প্রমাণ করতে হবে। আমাদের দলটি এখনো তরুণ। এখনো আমরা দলগতভাবে ভালো করতে পারছি না। আমরা নিজেদের নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরই আমরা এই ক্রিকেটারদের নিয়ে ভালো দলে পরিণত হবো।’

ক্রিকেটাররা মাঠে নিজেদের নিয়ে কাজ করছেন জানিয়ে নিকোলাস পুরান বলেন, ‘ছেলেদের প্রত্যেকে মাঠে নিজেদের নিয়ে কাজ করতে দেখলে ভালো লাগে। অধিনায়ক হিসেবে এর থেকে বেশি কিছু আপনি চাইতে পারেন না। আমি আশা করছি, আমাদের শেখার প্রক্রিয়া শেষ হবে না। আমরা ম্যানেজম্যান্ট থেকে সহযোগিতা পাচ্ছি। দর্শক, গণমাধ্যম এবং প্রত্যেকে আমাদের পাশে আছে। আমাদের ওপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারলেই আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো।’

এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here