স্পোর্টস ডেস্ক:: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর সিরিজ হারানোর শঙ্কায় থাকা ভারত তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ভারত। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে সফরকারী সাউথ আফ্রিকাকে ৪৮ রানে হারিয়েছে ঋশভ পন্থের দল।
আগে ব্যাট করা ভারত দুই ওপেনার ঋতুরাজ ও ইশানের ব্যাটে ১৭৯ রান তুলে। ১৮০ রানের টার্গেটে খেলতে নামা সাউথ আফ্রিকা ১৩১ রান তুলতেই অলআউট হয়ে যায়।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন হেনরিক ক্লাসেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন রেজা হেনড্রিকস। ২২ রান করে অপরাজিত থাকেন পারনেল।
ভারতের হয়ে হার্ষাল প্যাটেল ৩.১ ওভারে মাত্র ২৫ রানে ৪টি উইকেট শিকার করেন। চাহাল ৪ ওভারে ২০ রানে ৩টি উইকেট শিকার করেন।
টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত দুই ওপেনার ঋতুরাজ ও পন্থের জোড়া ফিফটিতে ৫ উইকেটে ১৭৯ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন ঋতুরাজ। ৩৫ বলের ইনিংসে সাত চার ও দুই ছক্কা হাঁকান তিনি। আরেক হাফ সেঞ্চুরিয়ান ইশান কিষান ৩৫ বলে ৫৪ রান করেন। পাঁচ চার ও দুই ছক্কার মার ছিলো তার ইনিংসে। এছাড়াও ৩১ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
সাউথ আফ্রিকার হয়ে ডুয়াইন প্রিটোরিয়াস ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০