স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিল ভারত। অবশেষে জয়ে দেখা পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের তারা হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
গায়ানায় আগে ব্যাট করে ১৫৯ রান করে স্বাগতিকরা। রান তাড়ায় ভারত জয়ের ভিত পেয়ে যায় সুর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসে। দারুণ ব্যাট করেছেন এই সিরিজ দিয়ে ভারতের জার্সি গায়ে দেওয়া তিলক বর্মা। ৪ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
হার্দিক ১টি করে চার ও ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এর আগে বিধ্বংসী ইনিংস খেলেছেন সুর্যকুমার। ৪৪ বলে ৮৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে ১০ ও ৪ ছক্কার সাহায্যে। উইন্ডিজের হয়ে ২৫ রানে ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ৩২ রানে ১টি উইকেট নেন ওবেদ ম্যাককয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে রভম্যান পাওয়েলের ৪০ ও ব্র্যান্ডন কিংয়ে ৪২ রানে ভর করে ৫ উইকেটে ১৫৯ রানের স্কোর গড়ে উইন্ডিজ। দলীয় ৫৫ রানে ২০ বলে ২৫ রান করে আউট হয়ে যান কাইল মায়ার্স। এরপর দলকে এগিয়ে নেন কিং ও জনসন চার্লস। তবে ১৪ বল খেলে ১২ রানের বেশি করতে পারেন নি চার্লস।
বেশ মন্থর ছিলেন কিংও। ৪২ বল খেলে ৪২ রান করেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কার মার। ১২ বলে ২০ রানের বেশি করতে পারেন নি সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। পাওয়েল অপরাজিত থাকেন ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে। ৪ ওভার বল করে ভারতের কুলদীপ যাদব ২৮ রান খরচ করে নেন ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post