স্পোর্টস ডেস্কঃ টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন ইগা সুইয়াতেক। রোলাঁ গারোতে আজ চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থ মেজর শিরোপা জিতলেন মেয়েদের নাম্বার ওয়ান সুইয়াতেক।
২০২০ সালে এই ফ্রেঞ্চ ওপেন দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন সুইয়াতেক। এরপর ২০২২ সালে আবার এই শিরোপা জিতেন পোল্যান্ডের তারকা। একই বছর তিনি উঁচিয়ে ধরেন ইউএস ওপেনের শিরোপাও। এবার রোলাঁ গারোতে আরেকবার শিরোপা উঁচিয়ে ধরে রেকর্ড গড়লেন সুইয়াতেক।
ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যামে প্রথম চার ফাইনালে উঠে সবগুলোতেই চ্যাম্পিয়ন হলেন সুইয়াতেক, আগের দুজন হলেন মোনিকা সেলেস ও নাওমি ওসাকা। এদিকে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা জিতে সেরেনা উইলিয়ামস ও মনিকা সেলেসের মতো কিংবদন্তিদের পাশে বসলেন পোলিশ এই তারকা। এ দুজনও জিতেছেন তিনটি করে ফ্রেঞ্চ ওপেনের নারী একক। অবশ্য সর্বোচ্চ শিরোপা জিতেছেন কিংবদন্তি ক্রিস এভার্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post