স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার এরিক টেন হাগের দল ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে। স্কট ম্যাকটমিনে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান অ্যান্তেনিও মার্শিয়াল।
এই জয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান সংহত করল ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে তারা। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এভারটন। শীর্ষে থাকা আর্সেনাল ২৯ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট পেয়েছে। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
৩৬তম মিনিটে গোলের দেখা পায় ইউনাইটেড। জেডন স্যানচোর পাসে ছয় গজ বক্সের কোণা থেকে প্রথম স্পর্শে ডান পায়ের জোয়াল শটে পিকফোর্ডকে পরাস্ত করেন স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে। প্রতিপক্ষের ভুলে ৭১তম মিনিটে দ্বিতীয় গোল ম্যান ইউ। এভারটনের এক ডিফেন্ডার বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে পেয়ে যান মার্কাস রাশফোর্ড। ইংলিশ ফরোয়ার্ডের পাস বক্সে পেয়ে নিচু শটে পিকফোর্ডকে ফাঁকি দেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০