স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের ইনিংসের পর এবার বাংলাদেশের বিপক্ষে আরেকটি ফিফটি হাঁকান কুশাল মেন্ডিস। শ্রীলঙ্কার ব্যাটার অবশ্য ফিফটির পর ইনিংস বড় করতে পারেন নি। বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
ক্যারিয়ারের ২৪তম ফিফটি পূর্ণ করা মেন্ডিস ৭৩ বলে ৫০ রানে ফিরেন। ২৯ রানে জীবন পাওয়া এই ডানহাতি শরিফুলের বাউন্সারে থার্ড ম্যানে তাসকিন আহমেদের ক্যাচে আউট হয়েছেন। ২৭ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১২৩। এর আগে পাথুম নিসাঙ্কাকেও ফেরান শরিফুল। দারুণ এক ডেলিভারিতে লঙ্কান ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
আউট হওয়ার আগে নিসাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। মেন্ডিস ৭৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫০ করে আউট হয়েছেন। আরেক ওপেনার দিমুথ করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন। তাঁকে আউট করেন হাসান মাহমুদ। উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে ফেরেন তিনি।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহীশ তিকসানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post