স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট হারানোর শঙ্কা উড়িয়ে রোমাঞ্চকর জয় পেল পিএসজি। রোববার ব্রেস্তের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে প্যারিসের দলটি। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। যা তাঁর জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড। ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে পিএসজি।
ব্রেস্তের মাঠে ১৬তম মিনিটে প্রথম গোল পায় পিএসজি। ১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ক্লাব ক্যারিয়ারে এটি তার ২৫০তম গোল। বিরতির ঠিক আগে এক গোল শোধ দেয় ব্রেস্ত। স্টিভ মুনি গোল করলে স্কোর লাইন দাঁড়ায় ২-১। বিরতি থেকে ফিরে পিএসজিকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। সমতা টানেন জেরেমি লু ডোয়াহোন।
এরপর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে রন্দাল কোলো মুয়ানিকে ব্রেস্তের একজন বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখানে প্রথমে এমবাপের পেনাল্টি মিস হয়। তবে আবার সেখান থেকে জয়সূচক গোল পায় পিএসজি। ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে এনরিকের দল। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০