স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালস। টানা ব্যর্থতার মাঝে ডুবে আছে দলটি। চলতি আসরে পাঁচ ম্যাচ খেলে, একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। সবকটিতে হার দেখেছে। জয়ের দেখা না পাওয়ার আক্ষেপ সবশেষ বেড়েছে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হারে। ২৩ রানে হেরেছে দলটি।
এমন হারে ফের প্রশ্নবিদ্ধ দিল্লি শিবির। এবার দলটির কোচিং স্টাফের দিকে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক তারকা বীরেন্দ্রর শেবাগ। দিল্লির কোচিং স্টাফে সব বড় বড় নাম। ক্রিকেট ডিরেক্টর হিসেবে আছেন সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং, সহকারী কোচ শেন ওয়াটসন, অজিত আগারকাররা আছে।
আর তাই ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার শেবাগ আঙ্গুল তুলেছেন এই কোচিং স্টাফের দিকে। ক্রিকেটাররা যদি পারফর্ম করতে না’ই পারে, তবে এই কোচিং প্যানেল থেকে লাভ কী বলছেন তিনি। শুধু নির্দেশনার পরিমাণ না বাড়িয়ে, ক্রিকেটারদের নির্ভার রাখতে বলছেন তিনি। দলের তারকাদের কাছ থেকে সেরাটা নিয়ে আসতে বলছেন।
শেবাগ বলেন, ‘সত্যি বললে বলতে হবে, কোচিং স্টাফে যারা আছেন তারা কোনো অবদান রাখতে পারছে না। খেলোয়াড়রা পারফর্ম করতে যদি না পারে স্কোয়াড কত শক্তিশালী তাতে কিছুই আসে যায় না। ড্রেসিংরুমে বড় অনেক নাম (কোচিং স্টাফে) থাকতে পারে। ব্যাটাররা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাদের থেকে লাভটা কি!’
শেবাগ আরও বলেন, ‘খেলোয়াড়দের সারাক্ষণ নির্দেশনা দেওয়ার দরকার কেন, বুঝি না। যারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে তাদের দলে রাখতে হবে। দিল্লিতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে, কিন্তু তারা পারফর্ম করছে না। পারফর্ম না এলে মাঠের বাইরে কৌশল সাজিয়ে লাভ নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা