স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার জার্সিতে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন অধিনায়ক লিওনেল মেসি। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ম্যাচের ৭৯ সেকেন্ডে চমকপ্রদ এক গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক মেসি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বদলি নামা জার্মান পেজ্জেলা। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
এবারের এশিয়া সফরে আলবেসেলিস্তেরা তিন দিন পর ইন্দোনেশিয়ায় খেলবে তাদের পরবর্তী ম্যাচ। আজ সকারুজদের বিপক্ষে ম্যাচে র দ্বিতীয় মিনিটে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। সতীর্থ এনজো ফার্নান্দেজের পাস থেকে দারুণ গোল করেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরুতেই বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে বল জালে জড়ান মেসি। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে ২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে স্কালোনির দল গোলের ব্যবধান বাড়াতে পারত। কিন্তু ৩৮ মিনিটে মেসি সহজ সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে রদ্রিগো ডি পল বল উড়িয়ে মারেন অস্ট্রেলিয়ার গোলপোস্টের সামনে। উড়ন্ত বলে হেড করেন পেজ্জেলা, ডান প্রান্ত দিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জালে প্রবেশ করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post