নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসরে বসুন্ধরা কিংস টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথমবার পেয়েছে হারের স্বাদ। শুক্রবার লিগে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে অস্কার ব্রুজেনের দল।
পুলিশের বিদেশী ফরোয়ার্ড এদওয়ার্দ এনরিকে মরিও হিমেনিজ জোড়া গোল করেছেন। কিংসের পক্ষে একটি গোল করেন রাকিব হোসেন। ময়মনসিংহ স্টেডিয়ামে ৩২তম মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে দেন মরিও। তারকাখচিত কিংসের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন কলম্বিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লড়াইয়ে ফেরে বসুন্ধরা। রবসন রবিনিয়োর দারুণ থ্রু পাস ধরে কোনাকুনি শটে জাল খুঁজে নেন রাকিব। ম্যাচের ৬২তম মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন পুলিশের মরিও। লেয়ান্দ্রো আম্বুইয়ার পাস ধরে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি কিংস।
হারলেও শিরোপা ধরে রাখার পথেই আছে কিংস। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনীর। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় শেখ রাসেল, চতুর্থ স্থানে শেখ জামাল আছে। শেখ রাসেল কম খেলেছে এক ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০