স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনে এসে ১৩৫ দিন পর হারের তেতো স্বাদ পেলেন ইগা সুইয়াটেক। মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকাকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন ফ্রান্সের অ্যালিজা কর্নেট।
৩৭ নম্বর বাছাই কর্নেট তৃতীয় রাউন্ডে শনিবার পোলিশ তারকা সুইয়াটেককে ৬-৪, ৬-২ গেমে হারান। ৩২ বছর বয়সী কর্নেটের কাছে এই হারে ২১ বছর বয়সী সুইয়াটেকের টানা ৩৭ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ পড়ল। তার আগের হার ছিল গত ফেব্রুয়ারিতে, ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে।
শনিবার কর্নেটের বিরুদ্ধে তেমন ছন্দে মনে হয়নি সুইয়াটেককে। এক ঘণ্টা ৩৩ মিনিটের লড়াইয়ে জয় পান কর্নেট। ম্যাচে ৩৩ টি আনফোর্সড এরর করেন সুইয়াটেক। ফেব্রুয়ারি মাস থেকেই অপ্রতিরোধ্য ছিলেন তিনি। যা থেমে গেল জুলাইয়ে এসে।
এদিকে উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গত ফরাসি ওপেনের রানার্সআপ যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফও। তাকে হারিয়ে প্রথমবার চতুর্থ রাউন্ডে উঠেছেন স্বদেশি অ্যামান্ডা অ্যানিসিমোভা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০