স্পোর্টস ডেস্কঃ লা লিগায় এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতের ম্যাচে রিয়ালের জয়ের নায়ক বদলি হিসেবে নামা ভিনিসিউস জুনিয়র। গোল করেছেন, গোল করিয়েছেন তিনি। ঘরের মাঠে থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান দানি কারভাহাল। রদ্রিগোর দলকে এগিয়ে নেওয়া গোলে অবদান রাখার পর ব্যবধান বাড়ান ভিনি। পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আরেক তারকা কিলিয়ান এমবাপে।
দুই মৌসুম মিলিয়ে লা লিগায় এই নিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত (২৮ জয়, ১০ ড্র) থেকে রিয়াল স্পর্শ করল রিয়াল সোসিয়েদাদের রেকর্ড। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে লিগে ৩৮ ম্যাচ অপরাজিত (২২ জয়, ১৬ ড্র) ছিল সোসিয়েদাদও। স্পেনের শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে এই দুই দলের ওপরে আছে কেবল বার্সেলোনা। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ৪৩ ম্যাচ অপরাজিত (৩৪ জয়, ৯ ড্র) ছিল কাতালান দলটি।
গোল শূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে রিয়ালের জালে বল পৌঁছায় এস্পানিওল। তবে সেটি জড়িয়েছে রিয়ালের আগের ম্যাচের নায়ক গোলরক্ষক কোর্তোয়ার পায়ে লেগে। স্প্যানিশ ফরোয়ার্ড কারেয়াসের শট লক্ষ্যে না থাকলেও, কোর্তোয়ার স্পর্শ পেয়ে সেটি জালে জড়িয়ে যায়। একুশ শতকে রিয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে আত্মঘাতী গোল করলেন এই বেলজিয়ান তারকা। ৫৮ মিনিটে গোলরক্ষকের ভুলে সমতায় ফেরে রিয়াল। বক্সের বাইরে থেকে ভালভার্দের শট ঠেকিয়ে দেন গার্সিয়া। এস্পানিওলের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে বাঁ দিকের বাইলাইন থেকে শট নেন জুড বেলিংহ্যাম। বল ধরার চেষ্টা করলেও তার হাত লেগে শরীরের নিচ দিয়ে চলে যায় গোলমুখে। ফাঁকা জালে বল পাঠান কারভাহাল।
৭৫ মিনিটে ভিনির পাস থেকে ছয় গজ বক্সের মুখ থেকে ডান পায়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো। ৭৮ ভিনি নিজেও গোল পেয়ে যান ভিনি। এমবাপের থ্রু বল পেয়ে বক্সে ছুটে গিয়ে বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে গোলটি করেন এই ২৪ বছর বয়সী তারকা। এবারের লা লিগায় ৬ ম্যাচে তার গোল হলো ৩টি, অ্যাসিস্ট ৪টি। শেষ গোলটি আসে আরেক ব্রাজিলিয়ান এন্ড্রিক ফেলিপের কল্যাণে। তাকে ফাউল করায় ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। সফল স্পট-কিকে দলের চতুর্থ গোলটি করেন এমবাপে। এ নিয়ে লা লিগায় ফরাসি অধিনায়ক টানা তিন ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০