স্পোর্টস ডেস্কঃ নতুন ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। প্রথমবারের মতো লিগস কাপের সেমি-ফাইনালে উঠে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নও দেখছে দলটি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ শার্লট এফসির বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টাটা মার্তিনোর দল। লিওনেল মেসি ছাড়াও দলের হয়ে একটি করে গোল পেয়েছেন জোসেফ মার্তিনেজ ও রবার্ট টেইলর। অপর গোলটি আত্মঘাতী।
ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় মায়ামি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। মায়ামিতে যোগ দেয়ার পর এই নিয়ে টানা দ্বিতীয়বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাননি মেসি। এবারও বল তুলে দিয়েছেন সতীর্থ মার্টিনেজের হাতে। ঠান্ডা মাথার নিখুঁত শটে তিনি এগিয়ে দেন দলকে। এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মায়ামি।
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ফুটবল খেলা মায়ামি বল দখল থেকে শুরু করে আক্রমণ সবকিছুতেই এগিয়ে প্রথমার্ধের খেলায়। ৩২ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেলর। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিরা। বিরতির পর ৭৮তম মিনিটে পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত থেকে মেসির উদ্দেশ্যে নেওয়া দিয়াগো গোমেজের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান এডিলসন মালান্ডা।
৮৬তম মিনিটে নিজের নামের পাশে গোল আদায় করেন মেসি। বদলি খেলোয়াড় লিওনার্দো কাম্পানার উদ্দেশ্যে বল মেসির বাড়ানো বল ক্লিয়ার করতে পারতেন প্রতিপক্ষ ডিফেন্ডার। তার ভুলে বল পেয়ে বাঁ প্রান্তে ঢুকে সময় নিয়ে মেসিকে নিখুঁত এক পাস দেন ইকুয়েডরের এই ফরোয়ার্ড। আলতো টোকায় দিক বদলে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। টানা ৫ ম্যাচে গোল করে মায়ামিকে লিগস কাপের সেমিফাইনালে নিয়ে গেলেন তিনি। এই ম্যাচে করা ১ গোলসহ মেজর লিগ সকারের দলটির জার্সিতে মেসির গোলসংখ্যা এখন ৮।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post