স্পোর্টস ডেস্ক:: সামাজিক যোগাযোগের বিনোদন মাধ্যম ‘টিকটি’ এবার যুক্ত হচ্ছে সরাসরি ক্রিকেট ম্যাচ সম্প্রচারে। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’র বেশ কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এই বিনোদন মাধ্যমটি।
মূলত তরুণ ক্রিকেট প্রেমীদের টিকটকের প্রতি আকৃষ্ট করতেই এমন উদ্যোগ টিকটকের। ‘দ্য হান্ড্রেড’ দিয়ে প্রথমবারের মতো ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচারে নাম লেখাবে এই বিনোদন মাধ্যমটি।
মূলত স্কাই স্পোর্টসই টিকটকের মাধ্যমে ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।স্কাই স্পোর্টস তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে ‘দ্য হান্ড্রেড’র ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। টিকটক তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ হচ্ছে ম্যাচ দেখাতে।
টিকটকে ‘দ্য হান্ড্রেড’ দেখানোর বিষয়টি নিশ্চিত করে স্কাই স্পোর্টস ক্রিকেটের পরিচালক ব্রায়ান হেন্ডারসন বলেন, ‘আমরা টিকটক এবং ইউটিউবে কিছু ম্যাচ লাইভ দেখাব। আশা করছি আরো বেশি লোক এই গ্রীস্মে ‘দ্য হান্ড্রেড’ উপভোগ করতে পারবে।’
আগামি ৩ আগস্ট থেকে শুরু হবে ‘দ্য হান্ড্রেড’র ম্যাচ। সাউদার্ন ব্রেভ ও ওয়েলশ ফায়ারের ম্যাচ দিয়ে পর্দা উঠবে পুরুষ ‘দ্য হান্ড্রেড’র আসরের। এরপর ১১ আগস্ট থেকে শুরু হবে নারীদের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতা। ইনভিন্সিবলস ও নর্দান সুপারচার্জার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নারীদের প্রতিযোগিতাটি।
স্কাই স্পোর্টসের ইউটিউব চ্যানেল তাদের ডেডিকেটেড স্কাই স্পোর্টস দ্য হান্ড্রেড অ্যান্স মিক্স চ্যানেলে সোমবার এবং বৃহস্পতিবারের ম্যাচগুলো দেখাবে। টিকটক এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের প্রায় এক বিলিয়নের বেশি মানুষ ব্যবহার করছেন এই মাধ্যমটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০