স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরিস্থিতিতে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। উভয় দলই প্রথম দুটি ম্যাচ হেরেছে। আজ লখনৌতে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হবে তারা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কানদের নতুন অধিনায়ক কুশাল মেন্ডিস।
ঊরুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার। তাই অধিনায়কত্ব পেয়েছেন মেন্ডিস। দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে টস ভাগ্য সঙ্গী হয়েছে তার। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনে নি অস্ট্রেলিয়া। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে এসেছে পরিবর্তন।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
শ্রীলঙ্কার একাদশ: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক,উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুনিথ ওয়েললাগে, লাহিরু কুমারা,ও দিলশান মাদুশঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০