স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল। বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে সাকিবদের। সুপার ফোরে নিজেদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে, ১৫ সেপ্টেম্বর।
লাহোর থেকে হারের তিক্ত স্বাদ দিয়ে নতুন উদ্যমে কলম্বোয় লড়বে বাংলাদেশ। যদিও প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে হারতে হয়েছিল তাদের। পাল্লেকেলে স্টেডিয়ামে গত ৩১ আগস্ট ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগাররা দেখেছিল বড় হার। এরপর অবশ্য আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলঙ্কা ম্যাচের পর দেশে ফিরে আসার কথা রয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন বলে জানা গেছে। এই উইকেটকিপার ব্যাটার আবার যোগ দেবেন দলে, ভারত ম্যাচে খেলবেন তিনি। এদিকে প্রেমাদাসা স্টেডিয়াম ঐতিহাসিকভাবেই স্পিনবান্ধব। একইসঙ্গে ব্যাটিং সহায়ক হিসেবেও বেশ নাম আছে এর। পিচের কথা মাথায় রেখে, টাইগারদের একাদশ সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন।
এশিয়া কাপের মঞ্চে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ১৩টিতে। সব মিলিয়ে, সর্বমোট ৫২বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। এক্ষেত্রে শ্রীলঙ্কা ৪১ এবং বাংলাদেশ ৯ ম্যাচে জিতেছে। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post