স্পোর্টস ডেস্কঃ তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ৪ উইকেটের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের স্বাদ দিল তামিম ইকবালের দল। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-ইয়াসির আলী রাব্বিকে ছাড়াই পুরো সিরিজে আধিপত্য দেখায় টাইগাররা।
গায়ানায় প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ভার বাংলাদেশের বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ ছিল। এমনকি অধিনায়ক তামিমও চেয়েছিলেন শেষ ম্যাচে একাদশে একাধিক রদবদলের! কিন্তু শেষ পর্যন্ত সেটি হয় নি। একমাত্র শরিফুল ইসলামের জায়গায় তাইজুল ইসলামকে সুযোগ দেওয়া হয় একাদশে।
কেন অধিনায়ক চাওয়ার পরও বেঞ্চের শক্তি সেভাবে পরখ করা হয় নি? উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর গণমাধ্যমে তামিম বলেন, ‘এটা আমি অবশ্যই করতে চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে যে পূর্ণ শক্তির দল নিয়েই নামা উচিত। আমরা সেটাই করেছি।’
একাদশে তাইজুলের সুযোগ পাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আজকে একটাই পরিবর্তন করার কথা ছিল, কারণ আমরা জানতাম যে একই উইকেটে খেলব। তখন একজন পেস বোলারকে কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০