স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নবি। বিশ্বকাপে নিজেদের খেলা শেষ হতেই এই ঘোষণা দিয়েছেন তিনি। মূলত টিম ম্যানেজম্যান্টের সাথে মতবিরোধ থেকে এই দায়িত্ব ছেড়েছেন নবি। তবে জানিয়েছেন, দল তাকে চাইলে খেলা চালিয়ে যাবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আশাজনক ফল করতে পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বে ৫ ম্যাচ খেলে ৩ হার ও দুই পরিত্যক্ত ম্যাচের হিসেবে মাত্র ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে দলটি। গ্রুপ পর্বে সবার তলানিতে অবস্থান তাদের। এমনকি তাদের চেয়ে এগিয়ে আছে বাছাই পর্ব খেলে আসা আয়ারল্যান্ডও।
বিশ্বকাপে বাজে পারফম্যান্সের ফল প্রভাব ফেলেছে নবির নেতৃত্বে। তবে এই বাজে পারফম্যান্সের কারণ হিসেবে টিম ম্যানেজম্যান্টের সাথে মতবিরোধকে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি চেয়েছিলেন অধিনায়ক হিসেবে, সেগুলো তিনি পাননি। এছাড়া গেল কয়েক সিরিজ ধরে ম্যানেজম্যান্ট, নির্বাচক প্যানেল এবং তিনি কোনো সিদ্ধান্তে একমত হতে পারেননি, যা কিনা প্রভাব ফেলেছে পারফম্যান্সে।
নবি বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল দিয়ে, যা কিনা আমাদের সমর্থকরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, আমরাও তেমন। গেল এক বছর ধরে আমাদের দলের প্রস্ততি পর্যাপ্ত ছিল না, যা কিনা একজন অধিনায়ক চায় কিংবা বড় টুর্নামেন্টের জন্য জরুরী। এছাড়া আমাদের গেল কিছু সফরে টিম ম্যানেজম্যান্ট, নির্বাচক কমিটি ও আমি একমত হতে পারিনি। যা কিনা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।
‘যার কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলবো, যদি ম্যানেজম্যান্ট ও দলের আমার প্রয়োজন পড়ে। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই হৃদয়ের গহীন থেকে। যারা কিনা বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও সমর্থন দিতে এসেছিলেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য বিশাল কিছু। বেঁচে থাকুক আফগানিস্তান।’ যোগ করেন তারকা অলরাউন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা