টিম ম্যানেজম্যান্ট আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেঃ তামিম

0
80

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। জুনিয়র এই তামিম বর্তমানে জাতীয় দলের সাথে প্রস্তুতি নিচ্ছেন আসন্ন টুর্নামেন্টের জন্য। সেখানে দল থেকে পূর্ণ সহায়তা পাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।

সবশেষ শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়িয়েছেন তামিম। ৪ ম্যাচে ১৭৯ রান করেছেন তিনি। দলকে ভালো শুরু এনে দিয়েছেন। এই চার ম্যাচের মধ্যে তিনটিতেই হাঁকিয়েছেন ফিফটি। এমন পারফরম্যান্সের জেরেই এবার বড়দের এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন তিনি।

ওপেনার হিসেবে তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। চোটের কারণে তামিম ইকবাল নেই। তাই জুনিয়র তামিম এবার দায়িত্ব নিতে পারেন এই পজিশনে। আর এর জন্য সব ধরনের সহযোগিতায়ই টিম ম্যানেজম্যান্টের কাছ থেকে এই বাঁহাতি পেয়েছেন। এর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে দল।

এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি সত্যি অনেক উপভোগ করছি। টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যেভাবে এতদিন ব্যাটিং করে আসছি, সেভাবে করার জন্য। আমি গেম সিনারিও (ম্যাচের আদলে বাংলাদেশ দলের অনুশীলন) উপভোগ করছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here