স্পোর্টস ডেস্কঃ শনিবার এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ দল। তবে দারুণ ফুটবল উপহার দিলেও, শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ‘ই’ গ্রুপে বাংলাদেশ দলের আর রয়েছে মাত্র ১টি ম্যাচ।
তবে ম্যাচের পরদিন হওয়ায় আজ রোববার কোনো অনুশীলন রাখা হয়নি। পুরো দলকে বিশ্রামই দেওয়া হয়েছে। শুধুমাত্র জিম ও সুইমিং করেছে পুরো দল। আইস বাথও নিয়েছেন জামাল ভূঁইয়ারা। টিম হোটেলেই কেটেছে বাংলাদেশ দলের দিন।
আগামী ১৪ জুন গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বুকেট জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এই ম্যাচকে সামনে রেখে ১৩ জুন সোমবার স্থানীয় সময় অনুসারে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত অনুশীলন করবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা শেষ বাংলাদেশের। টানা দুই হারে গ্রুপ ‘ই’র তলানিতে চার নম্বরে আছে দল। তুর্কমেনিস্তান এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।
সমান একটি করে জয় ও পরাজয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মালয়েশিয়া। আর দুই ম্যাচ খেলে দুটিতেই জয় নিয়ে সবার শীর্ষে আছে গ্রুপ ফেবারিট বাহরাইন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা