টিলাগড়কে হারালো জৈন্তাপুর ইউএসকেবিসি

0
42

নিজস্ব প্রতিবেদক:  সিলেট এম সি কলেজ মাঠে শুক্রবার এক প্রীতি ক্রিকেট ম্যাচে টিলাগড় টিএসপি ওয়ারিওর্সকে ৯ রানে হারিয়েছে জৈন্তাপুর ইউএসকেবিসি রাইডার্স জৈন্তাপুর।

টস জিতে ইউএসকেবিসি রাইডার্স জৈন্তাপুর নির্ধারিত ১৪ ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রানের বিশাল স্কোর দাড় করায়। দলের পক্ষে সর্বোচ্ছ মনজুর ৯০ রান করে। আটটি বিশাল ছক্কা ও ৩ টি চারের মারে এই ইনিংস সাজান মনজুর। টিএসপি ওয়ারিওর্স এর পক্ষে তাজুল ৩টি উইকেট লাভ করে।

১৭৪ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে টিএসপি ওয়ারিওর্স।
ফলে ৯ রানে জয়ী হয় ইউএসকেবিসি রাইডার্স জৈন্তাপুর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here