স্পোর্টস ডেস্কঃ সবশেষ আবুধাবি টি টেন লিগে দুর্নীতির কিছু অভিযোগ হাতে পেয়েছে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ), এমন প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি মেইল। ৬টি অভিযোগের প্রেক্ষিতে চলছে তদন্ত। তবে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনে উঠে আসা অভিযোগ প্রত্যাখান টি টেন স্পোর্টস ম্যানেজমেন্ট।
আয়োজকরা জানিয়েছে, কোনও ধরনের দুর্নীতি কিংবা অবৈধ কার্যকলাপের ঘটনা ঘটেনি। এছাড়া দুর্নীতির অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট নিয়ে তদন্ত করছে, এমন রিপোর্টও সত্যি নয় দাবি ম্যানেজমেন্টের।
অভিযোগ অস্বীকার করে টি টেন স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, ‘একটি দায়িত্বশীল ইভেন্টের মালিক হিসেবে আমরা উচ্চমানের আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করে থাকি। বিশ্বের সেরা কিছু খেলোয়াড়দের দিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি, এছাড়া স্থানীয় প্রতিভাবানদের উন্নতিতে অবদান রাখছি।’
‘একই সঙ্গে আন্তর্জাতিক মানের আইসিসি ও এসিসি ম্যাচ অফিসিয়াল ও রেফারিদের নিয়োগ করে থাকি। যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পরিচালনা ও তদন্তের কাজে আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখি। কোনো ধরনের দুর্নীতিবিরোধী ইস্যু নিয়ে আমাদের অবহিত করা হয়নি।’
উল্লেখ্য, ২০২২ সালের আবুধাবি টি টেনের আসর ছিল ষষ্ঠতম। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হয়েছিল এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের ডেকান গ্ল্যাডিয়েটর্স। বিশ্বের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল এখানে।বাংলাদেশের সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড,ইংল্যান্ডের মঈন আলীর মতো তারকারা খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post