স্পোর্টস ডেস্কঃ আবুধাবি টি-টেন লিগে দেখা মিলতে যাচ্ছে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের। কাইরন পোলার্ড, মঈন আলি, সাকিব আল হাসানরা মাঠ মাতাবেন এই টুর্নামেন্টে। শুধুমাত্র মাঠের খেলাতেই নয়, ডাগ-আউটেও থাকছে তারকা মুখ। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডস গ্লোবাল মেন্টর হিসেবে যোগ দিয়েছেন টি-টেনে।
৮ দলের টুর্নামেন্টে এবার নতুন করে ২টি দল যোগ দিয়েছে। এদের মধ্যে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজির দল এসএএমপি আর্মি। রোডস এখানে কাজ করবেন তার কাছের বন্ধু ও জাতীয় দলের সাবেক সতীর্থ ল্যান্স ক্লুজনারের সঙ্গে।
দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত রোডস বলেন, ‘এসএএমপি আর্মিতে আমার দায়িত্বের একটা ভালো দিক হচ্ছে এটা শুধু মেন্টরশিপে আটকে থাকবে না। আমি মাঠ পর্যায়েও মান উন্নতি করতে চাই। ভারত, উত্তর আমেরিকায় আমার উপস্থিতি দারুণ সুযোগ নিজের জন্য। রিতেশ প্যাটেল ও মধুকার শারের নেতৃত্বে এসএএমপি আর্মি ফ্র্যাঞ্চাইজি সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’
‘টি-টেন খুব দ্রুতগতির ফরম্যাট। মেন্টর হিসেবে আমি বড় পরিস্থিতির ছবি দেখতে চাই। কোচিং স্টাফ হয়তো ম্যাচ, প্রতি ওভার বা বলের দিকে দেখবে। কিন্তু মেন্টর হিসেবে আপনি নির্দিষ্ট একটা ব্যাপারের দিকে দেখতে পারবেন না। খেলোয়াড়রা যেন নিজেদের সেরাটা দিতে পারে এজন্য আপনার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’ যোগ করেন রোডস।
২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আবুধাবি টি-টেন লিগ। আসর শুরুর দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে এসএএমপি আর্মি। দলটির সিইও মধুকর শারে জানিয়েছেন, রোডসকে তাদের দলের অংশ হিসেবে পাওয়া দারুণ ব্যাপার।
মধুকর বলেন, ‘আমরা প্রথম ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমি আপনাদের বলতে পারি, ল্যান্স ও জন্টি তাদের সেরাটা করেছে ভালো শুরুর জন্য। আমাদের এমন দুজন প্রোটিয়া আছেন, যারা তাদের জায়গায় খেলায় বিপ্লব ঘটিয়েছে। আবুধাবিতেও তেমন কিছু হবে বলেই আশা করি আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা