টি-টেন খেলতে পেরে রোমাঞ্চিত মুশফিক

0
69

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও এর আগে কখনোই টি-টেন লিগে খেলেননি মুশফিকুর রহিম। এবার জিম আফ্রো টি–টেনে জোহানেসবার্গ বাফেলোসের হয়ে খেলাটা তাই আলাদাভাবেই উপভোগ করছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

টি-টেন খেলার অভিজ্ঞতা জানিয়ে মুশফিক বলেন, ‘সত্যি বলতে টি টেনে খেলতে এসে আমি খুবই রোমাঞ্চিত, কারণ এটাই আমার প্রথমবার। এখন অবধি সবকিছু ঠিকঠাকই চলছে, আশাকরি সামনের ম্যাচগুলোতে আমি আরও বেশি অবদান রাখতে পারব।’

‘আসলেই এটা (টি-টেন) অনেক দ্রুতগতির খেলা, এখানে প্রচুর বাউন্ডারি হাঁকাতে হয়। এছাড়া আমার মনে হয়, এই খেলায় কম ডট বল খেলাটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে সবকিছুই উইকেটের ওপর নির্ভর করে, উইকেট যত ভালো হবে স্কোর তত বেশি হবে।’

চলমান জিম আফ্রো টি–টেন লিগে দারুণ পারফরম্যান্স করছেন মুশফিক। এর মধ্যে প্রথম ম্যাচেই বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে মাত্র ২৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

নিজের খেলা দ্বিতীয় ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে দল হারলেও ১২ বলে ১৯ রানের ক্যামিও খেলেন মুশফিক। এরপরের ম্যাচেও হারে মুশফিকের বাফেলোস। এই ম্যাচে ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here