নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে চারদিনের টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীতে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে তারা। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ১৫৯ রান করে লাল সবুজের প্রতিনিধিরা। জবাব দিতে নেমে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
১৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই শাহজাইব খানের উইকেট হারায় পাকিস্তান। তবে শামিল হুসেইন ও অধিনায়ক মির্জা সাদ শুরুর ধাক্কা সামাল দেন। সাদ ১৬ বলে ২৪ রান করে আউট হন। তবে একপ্রান্ত থিতু হয়ে দারুণ এক ফিফটি তুলে নেন ওপেনার শামিল। শেষপর্যন্ত তিনি ৪৯ বলে ৬৭ রান করেন। এছাড়া আরাফাত আহমেদের ব্যাট থেকে আসে ২২ বলে ৪১ রান। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায় ওপেনার জিশান আলমের ব্যাটে। ৪ ছক্কায় ২৬ বলে ৫২ রান করেন তিনি। আরেক ওপেনার মইনুল ইসলাম করেছেন ৩৩ বলে ২১ রান। অধিনায়ক আহরার আমিন ১০ বলে ২০ রান করে ফিরে যান। এরপর আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ আর আশিকুরের ব্যাট থেকে ১২ বলে ১৮ রান এলে ১৫৯ রানের সংগ্রহ পেয়েছিল বাংলার যুবারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০