স্পোর্টস ডেস্কঃ ফর্মের তুঙ্গে থাকা অলরাউন্ডার মিচেল মার্শ অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। লম্বা সময় ধরে জাতীয় দলের সঙ্গে থাকা এই ক্রিকেটার এবার পেলেন বড় দায়িত্ব। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া মার্শের নাম ঘোষণা করেছে অধিনায়ক হিসেবে। আসন্ন দক্ষিণ আফ্রিকার সফর দিয়ে শুরু হচ্ছে তাঁর অধিনায়কত্বের যাত্রা।
চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার কেউই নেই প্রোটিয়াদের বিপক্ষে। তবে ওয়ানডেতে খেলবেন তারা।
অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে চলতি মাসেই, টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আফ্রিকা সফরে অজিদের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ সেপ্টেম্বর। এর আগে মার্শের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে ডারবানে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল-
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টর অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post