স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চকর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নেমেছে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন টুর্নামেন্টের। গেল রোববার ফ্লোরিডায় ফাইনালে মিসবাহ উল হকের নিউ ইয়র্ক ওয়ারির্সকে সুপার ওভারে হারিয়ে শিরোপা জিতেছে বেন ডাংক-মোহাম্মদ হাফিজদের টেক্সাস চার্জার।
১৮ থেকে ২৭ আগস্ট হওয়া এই টুর্নামেন্টে আরও অংশ নেয় আটলান্টা ফায়ার, ক্যালিফোর্নিয়া নাইটস, মরিচভিলি ইউনিটি ও নিউ জার্সি ট্রিন্টস। ক্যালিফোর্নিয়ার হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যারন ফিঞ্চ ২৩৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ১৫ উইকেট নেওয়া সোহেইল খান হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী।
আটলান্টা রাইডার্সের হয়ে খেলা ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা মনে করেন টি-টেন ক্রিকেট আরও সমৃদ্ধ হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় টি-টেন টিকে থাকবে। ক্রিকেটে এই সংস্করণ দর্শকদের জন্য দারুণ বিনোদনমূলক। দ্বিতীয়ত এটি ক্রিকেটের বিভিন্ন দিক উন্মুক্ত করে দেয় যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে আরও মূল্য যোগ করে। আমি আশা করি কোনো একটা পর্যায়ে এটি ভারতেও পরিচিত হবে এবং বর্তমান ভারতীয় ক্রিকেটাররা এটা খেলবে।’
ভারতের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, তিনি কোহলিকে টি-টেন খেলতে দেখতে পছন্দ করবেন। উথাপ্পা বলেন, ‘আমি অবশ্যই বিরাট কোহলিকে ক্রিকেটের এই সংস্করণে খেলতে দেখতে পছন্দ করব। কারণ আমার মনে হয় এটা এই সংস্করণে আরও গুরুত্ব যোগ করবে। সে আমাদের দেখা অন্যতম শ্রেষ্ঠ ওয়ানডে খেলোয়াড়।’
যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন টুর্নামেন্টের সাফল্য নিয়ে বলতে গিয়ে টি টেন স্পোর্টস ম্যানজেমেন্টের চেয়ারম্যান সাজি উল মুল্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন টুর্নামেন্টে কিছু দুর্দান্ত ক্রিকেটারকে খেলতে দেখা দুর্দান্ত ব্যাপার। তারা টুর্নামেন্টটি আলোকিত করার সঙ্গে যুক্তরাষ্ট্রের দর্শকদের বিনোদিতও করেছে। আমরা আগামী বছরের জন্য মুখিয়ে আছি।’
এ বিষয়ে স্যাম্প গ্রুপের প্রধান নির্বাহী ও টুর্নামেন্টের অন্যতম আয়োজক রিতেশ প্যাটেল বলেন, ‘টি-১০ সংস্করণ দর্শকদের আকৃষ্ট করতে আদর্শ সংস্করণ এবং আমরা যুক্তরাষ্ট্রে সেটা করতে পেরেছি। আগামী কয়েক বছরে দেশে এই খেলাটি উন্নতি করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post