টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

0
80

স্পোর্টস ডেস্কঃ মুলতানে বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বুধবার ৫ উইকেটে জিতেছে জুনিয়র টাইগাররা। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান। ওপেনার বাসিত আলী ও সাদ বাইগের ব্যাটে স্কোর বোর্ডে ১৪৩ রান করে স্বাগতিকরা। রান তাড়ায় ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

এরআগে একমাত্র টেস্টে ড্র করার পর ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। টাইগার যুবারা এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছে। ম্যাচ সেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বী। পাকিস্তানের  ওপেনার বাসিত আলী ২৫ বলে ৩৬ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সাদ ২৮ বলে সমান ২৮ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেম তানভীর আহমেদ। এছাড়া মাহফুজুর রহমানের দখলে দুটি উইকেট।

১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় বাংলাদেশের। দুই ওপেনার জিসান ও আশিকুর দুজনই দলকে ইতিবাচক শুরু এনে দেয়। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেনি। জিসান আউট হয়ে গেছে ব্যক্তিগত ২৪ রানে এবং আশিকুর করে ১৬ রান।

শেষদিকে শিহাবের অপরাজিত ৪১ ও রাব্বীর ৩৮ রানে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ৩৩ বলে ২টি করে ছক্কা ও চারে ৪১ রান করেন শিহাব। আর রাব্বীর ২৫ বলে ২৮ রানের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। পাকিস্তানের মোহাম্মদ জিসান ২ ও আরাফাত মিনহাস ১ উইকেট নিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here