স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের সর্বশেষ ফিফটি ছিল ১৯ ইনিংস আগে। ২০২২ সালের ১৩ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের ১৩তম ফিফটি পেলেন সাকিব। ৩৮ বল খেলে ফিফটির দেখা পেলেন তিনি। ৭ চারে মাইলফলকের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের।
ইনিংসের দ্বিতীয় ওভারে আরিয়ান রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩ বলে ১ রান করেছেন এ টাইগার ওপেনার। শান্তর বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই ফেরেন লিটন দাস। এই উইকেটটাও নিয়েছেন আরিয়ান। নিজের খেলা দ্বিতীয় বলে আরিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে লিটন ধরা পড়েন স্কয়ার লেগে। ২ বলে ১ রান করেছেন তিনি। দলীয় ২৩ রানে ২ উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ জুটি গড়েন সাকিব এবং তানজিদ তামিম।
৩২ বলে ৪৮ রানের দুর্দান্ত এই জুটি ভাঙে দলীয় ৭১ রানে তামিম সাজঘরে ফেরায়। নবম ওভারে ফন মিকেরেনের বলে ক্যাচ হয়ে ফেরেন তিনি। ২৬ বলে ৩৫ রান করেছেন তরুণ এই ব্যাটার। ৫ চার ও ১ ছক্কায় তিনি তাঁর এই ইনিংস সাজান। এরপর দ্রুত বিদায় নেন তাওহীদ হৃদয়। ৯ রান করতে ১৫ বল খেলেন তিনি। হাঁকাতে পারেন নি কোনো বাউন্ডারি। সাকিব ক্যারিয়ারের ১৩তম ফিফটি হাঁকাতে খেলেন ৩৮ বল। ৭ চারে ফিফটি স্পর্শ করেন তিনি। এই ফিফটি সাকিবের টি-টোয়েন্টিতে ৩২তম, (ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post