স্পোর্টস ডেস্কঃ বোলারদের জন্য কাজ বেশ কঠিন টি-টোয়েন্টি ক্রিকেট। এমনটাই বলছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। চলতি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার এই বাঁহাতি পেসার। নিলাম থেকে তাঁকে চড়া দামে দলে নেয় সাবেক আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। তবে আসরে নিজের খেলা ২ ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেন নি স্টার্ক। অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
২০১৫ আসরের পর এবারই প্রথম আইপিএল খেলছেন স্টার্ক। ৯ বছর পর আইপিএলে ফিরে প্রথম ম্যাচে চার ওভারে ৪৭ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পরের ম্যাচে তো রান দেওয়ার ফিফটিই করে ফেলেন (চার ওভারে ৫৩)। উইকেট তখনও অধরা। তবে দিল্লি ম্যাচে দলের জয়ে রাখেন অবদান। ম্যাচ শেষে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের অসহায়ত্ব নিয়ে কথা বলেছেন স্টার্ক।
স্টার্ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট কখনও কখনও খুব নিষ্ঠুর হতে পারে, বিশেষ করে বোলারদের জন্য। কিছু কিছু মাঠে এমন কিছু স্কোর আমরা দেখেছি… ভাগ্যের কিছুটা সহায়তা তাই মাঝেমধ্যে লাগেই (বোলারদের জন্য)। মৌসুমের শুরুতে তিন ম্যাচের সবকটি জিতেছি আমরা, আজকে ব্যাট-বলে বেশ নিখুঁত ছিলাম। ব্যক্তিগত ব্যাপারগুলো পাশে রাখলে, দলের শুরুটা তো দারুণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post