স্পোর্টস ডেস্কঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানার নেতৃত্বে ঘোষিত দলে চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ১০টি দল, ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩টি। টাইগ্রেসরা আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আগামী ১২ ফেব্রুয়ারি লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লাল সবুজদের মিশন।
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামবে ২১শে ফেব্রুয়ারিতে। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে কেপটাউনে।
১০ দলের টুর্নামেন্টের বাছাইপর্বের পর বাংলাদেশ ও আয়ারল্যান্ড শেষ দুটি স্থান পূরণ করে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
দক্ষিণ আফ্রিকার তিন ভেন্যু কেপ টাউন, পার্ল এবং গকেবেরহায় টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট ম্যাচগুলি হবে কেপটাউনে৷ দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের সাথে একবার মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।
স্ট্যান্ড বাই- রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি এবং শারমিন আক্তার সুপ্তা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post