স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। আর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ভারতের পেসার মোহাম্মদ শামি। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সোমবার এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন।
গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর অ্যাঙ্কেলের চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারেনি শামি। মিস করতে চলেছেন আসন্ন আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত ফেব্রুয়ারিতে লন্ডনে তার অস্ত্রোপচার করানো হয়। জয় শাহ জানিয়েছেন, এখন দেশে ফিরেছেন শামি। তিনি বলেন, ‘তার অস্ত্রোপচার করানো হয়েছে। সে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে শামি ফিরতে পারে।’
আগামী জুন-জুলাইয়ে খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসের এই সফরে ভারতীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আর এই সিরিজ দিয়ে ফেরার কথা রয়েছে গত ওয়ানডে বিশ্বকাপে দারুণ দ্যুতি ছড়ানো শামির। আগামী ২২ মার্চ শুরু হয়ে এবারের আইপিএলের পর্দা নামবে ২৬ মে। এর পরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১ জুন থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post