টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল ও ওমান

0
35
ছবি- এসিসি।

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়েছে নেপাল ও ওমান। এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়েছে এই দুই দল। শুক্রবার নেপালের কীর্তিপুরে প্রথম সেমি-ফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। মুলপানিতে হওয়া দ্বিতীয় সেমি-ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেপালের জয় ৮ উইকেটে।

২০১৪ সালে প্রথম ও শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল নেপাল। অভিষেক আসরেই বাজিমাত করেছিল হিমালয়ের দেশটি। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারলেও আফগানিস্তান ও হংকংকে হারিয়ে সুপার টেনের অপেক্ষায় ছিল তারা। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

এরপর আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি নেপালকে। ২০১৬, ২০২১ ও ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে পারেনি তারা। অন্যদিকে ওমান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের বিশ্বকাপেও খেলেছে। এর আগে ২০১৬ সালের বিশ্বকাপেও ছিল দলটি। মাঝে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা পায়নি তারা। এক বছরের বিরতির পর আবার ফিরল বিশ্ব মঞ্চে।

এদিকে সহজ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে ওমান। কীর্তিপুরে প্রথম সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে তারা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাহরাইন অধিনায়ক উমর তুর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাহরাইন ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছে। ১০৭ রান তাড়া করতে নেমে কাশ্যপ প্রজাপতি ও প্রতীক আথাভালে-ওমানের দুই ওপেনারই ফিফটি তুলে নিয়েছেন।

তাতে ১৪.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ওমান করে ১০৯ রান। ৪৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেছেন প্রজাপতি। আর আথাভালে ৪২ বলে ৬ চারে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ওমানের বোলারদের মধ্যে সেরা বোলিং করা আকিব ইলিয়াস। ৪ ওভার বোলিং করে ১ ওভার মেডেন দিয়ে ১০ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। পরশু কীর্তিপুরে ফাইনালে মুখোমুখি হবে নেপাল-ওমান।

বাছাইপর্বে আজ নেপালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্পিনার কুশল মাল্লা ও সন্দীপ লামিচানের মিতব্যয়ী বোলিংয়ে ৯ উইকেটে ১৩৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করেছে। তাতে ১০ বছর বিরতি দিয়ে এবার যুক্তরাষ্ট্রে ফের টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে খেলতে নামবেন সন্দীপ লামিচানে, রোহিত পাউডেলরা।

এদিকে যুক্তরাষ্ট্র, উইন্ডিজ-আয়োজক হিসেবে এই দুই দল সরাসরি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে ছিল সেরা আটে। তাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। এই আট দলের পর আফগানিস্তান ও বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে থাকায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে।

এছাড়া আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ইউরোপ অঞ্চল থেকে খেলার সুযোগ পেয়েছে। উত্তর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সুযোগ পেয়েছে পাপুয়া নিউগিনি আর আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পেয়েছে কানাডা। ২০ দলের মধ্যে বাকি দুই দল জায়গা করে নেবে আফ্রিকা কোয়ালিফায়ার থেকে। এই টুর্নামেন্টও শেষ হবে নভেম্বরের শেষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here