স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ফিটনেস ইস্যুতে আসর থেকে নাম প্রত্যাহার করলেন ইংলিশ এই তারকা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করা নিয়ে স্টোকস বলেছেন, ‘আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেওয়াটা আশা করছি এমন এক ত্যাগ হবে, যা আমাকে ভবিষ্যতে যেমন অলরাউন্ডার হতে চাই, সেটা হওয়ার সুযোগ দেবে। সম্প্রতি হওয়া টেস্ট সিরিজ দেখিয়ে দিয়েছে হাঁটুর অস্ত্রোপচারের পর এবং ৯ মাস বোলিং না করে বোলিংয়ের জায়গা থেকে আমি কতটা পিছিয়ে পড়েছি! গ্রীষ্ম শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্টোকস-ই বাউন্ডারি মেরে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এরপর ওই বছরই সবাইকে চমকে দিয়ে ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নেন স্টোকস। যদিও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরে ভেঙে ফিরেছিলেন তিনি। তবে ইনজুরি থেকে ফেরার পর শুধু ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। হাঁটুর অস্ত্রোপচারের পর বোলিং থেকে দূরে রয়েছেন স্টোকস। তবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কয়েক ওভার বোলিং করেছিলেন তিনি। তবে স্টোকস জানিয়েছেন, নিয়মিত বোলিংয়ে ফিরতে তিনি এখনো অনেক পিছিয়ে আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post