স্পোর্টস ডেস্কঃ আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে নতুন খবর। এখন বিশ্বকাপ আয়োজন করার মতো অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। যার কারণে দেশটিতে বিশ্বকাপ না হওয়ার শঙ্কা জেগেছে। ইংল্যান্ডের গণমাধ্যমের বরাতে চাউর হয়েছে এমন খবর।
মূলত অবকাঠামো দিক দিয়ে খুব একটা উন্নত অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। যার কারণে দেশটিতে বিশ্বকাপ না হওয়ার সম্ভাবনাই বেশি। বদলে যেতে পারে আয়োজকও। ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, তিন দেশ যৌথভাব ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক। এবার তাই ২০২৪ ও ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকদের মাঝে অদল-বদল হতে পারে।
ইংল্যান্ডের গণমাধ্যম দিচ্ছে এমন তথ্য। যদি সেটা হয়, তাহলে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে মাটিতে হবে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেক্ষেত্রে তখন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে। তবে এই ব্যাপারে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বিষয়টি আলোচনা চলছে বলেই জানা গেছে।
এই প্রসঙ্গে এক কর্মকর্তার বরাত দিয়ে ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, ‘বর্তমান অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত অবস্থান খুব একটা সুবিধার নয়। এমনকি এটারও সম্ভাবনা আছে যে ২০২৪ বিশ্বকাপ এবং ২০৩০ বিশ্বকাপের আয়োজকদের মধ্যে আইসিসি অদল-বদল করতে পারে। এতে যুক্তরাষ্ট্রের ক্রিকেটও ২০৩০ সালের আগে অবকাঠামোগত ভাবে উন্নতি করতে পারে এবং সবরকমের প্রস্তুতি সারতে পারে।’
এছাড়া যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমরা এখন সেই অবস্থানে নেই। তারপরেও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির। তবে সঠিক অবকাঠামো ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা সেইরকম সুযোগ সুবিধা দিতে পারব না, তাই এটা আইসিসির ব্যাপার, তারা এখানে অর্থ লগ্নি করবে কি না। তবে এখনকার অবস্থা কঠিন। আইসিসিও সেটা বুঝতে পারছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post