টি-টোয়েন্টি ব্লাস্টের চেয়ে মেজর লিগকে ‘আকর্ষণীয়’ বলছেন ম্যাক্সওয়েল

0
108

স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের আগে ওয়ার্ক লোড বেশি হবে ভেবে নাম সরিয়ে নেন এই অজি অলরাউন্ডার। লন্ডন স্পিরিটের সঙ্গে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বিশাল চুক্তি ছিল ম্যাক্সওয়েলের। কিছুদিন আগেই বার্মিংহ্যাম বিয়ার্সের হয়ে আবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলে আসেন তিনি।

বর্তমানে চলছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট। প্রথমবারের মতো হওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল। মূলত টি-টোয়েন্টি ব্লাস্টের সমালোচনা করতে গিয়েই এটি করেছেন। সম্প্রতি বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন, টি-টোয়েন্টি ব্লাস্টের সূচির কারণে ক্রিকেটাররা শারীরিক ও মানসিকভাবে বেশ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বরং মেজর লিগ ক্রিকেটও এর থেকে আকর্ষণীয়।

এর ব্যাখ্যা দিতে গিয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ম্যাক্সওয়েল। সেখানে টানা ভ্রমণ ও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। এছাড়া দর্শকের উন্মাদনাও মেজর লিগে বেশি। সময় কম হওয়ায়, বিদেশিরা সেখানে ঝুঁকবে বলে মনে করেন অজি অলরাউন্ডার।

এই প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি মেজর লিগ ক্রিকেট চলে এসেছে, এটি খুব বাজেভাবে ব্লাস্টকে প্রভাবিত করবে। যখন আপনি দুই সপ্তাহের জন্য আমেরিকায় যাওয়ার সুযোগ পাবেন, সেই তুলনায় ব্লাস্টে ১৪ ম্যাচের সূচি অনেক বেশি চাপের এবং এর মধ্যে আপনাকে অনেক জায়গায় ঘুরতেও হবে। এমন একটা সপ্তাহ ছিল যখন আমরা মঙ্গলবার ডারহামে ছিলাম, বৃহস্পতিবার লিডসে এবং শুক্রবারে বার্মিংহ্যামে যেতে হয়েছিল। সেখানে তিন দিনে চারটি ম্যাচ ছিল। এর মধ্যে একদিন আবার ট্রাভেল ডে ছিল। এটি সত্যিই আপনার শারীরিক ও মানসিক ক্ষতি করবে।’

এই ডানহাতি ক্রিকেটার আরও বলেন, ‘এবছর এটা খুব কঠিন ছিল এবং আমার মনে হয় মেজর লিগ অনেক বেশি আকর্ষণীয়, অনেক দর্শক, প্রতিটি দলে আটজন (মূলত ছয়) বিদেশি খেলছে, নতুন টুর্নামেন্টের উন্মাদনা আছে এবং এটি মাত্র দুই সপ্তাহের। সেখানে সূচির কোনো ঝামেলা নেই। আমি মনে করি এটা বিদেশি ক্রিকেটারদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমি বলবো এটা টি-টোয়েন্টি ক্রিকেটের মতোই, কিন্তু এটা আন্তর্জাতিক সূচিকে বাঁধাগ্রস্ত করে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here