স্পোর্টস ডেস্কঃ তাসমান ডার্বিতে বাউন্ডারির বন্যা বইয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ধর্মশালায় শনিবার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯ ওভারেই ১৭৫ রান করেছেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার জুটি। তাতে একাধিক রেকর্ড গড়েন দুই অজি ওপেনার।
চোট কাটিয়ে একাদশে ফেরা হেড দারুণ ব্যাট করছেন। সঙ্গী ওয়ার্নারও হাত খোলে খেলেন। তাতে পাওয়ার প্লে-তেই ১১৮ রান করে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৯ ওভারে ১৭৫ রান। এর আগে উড়ন্ত শুরুই পেয়েছে তারা। দুই ওপেনার ওয়ার্নার ও হেড রীতিমতো ঝড় তুলেছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনদের ওপর দিয়ে।
৫ ওভার শেষে ৬০ রান পায় অস্ট্রেলিয়া। ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। হেড ফিফটি করেন মাত্র ২৫ বলে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটারদের এটা দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। ২৫ বলে অর্ধশতক আছে অ্যালেক্স ক্যারিরও। ২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করেছিলেন ক্যারি।
ওয়ার্নার-হেডের ব্যাটে আজ অজিরা প্রথম পাওয়ার প্লেতে রান তুলেছে ১১৮। প্রথম ১০ ওভারে রান তোলার রেকর্ডে যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। আর ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে হেডের এই হাফসেঞ্চুরি এবারের বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ বলে অর্ধশতক করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post