টি-টোয়েন্টিতে বিশ্ব সেরা সাকিবের বিশ্ব রেকর্ড

0
9

স্পোর্টস ডেস্কঃ বড় হারে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ। রোববার উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের হার ৩৫ রানের। ডোমিনিকায় টস জিতে আগে ব্যাট করা উইন্ডিজ ৫ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায় ব্রেন্ডন কিং ও রভম্যান পাওয়েলের জোড়া ফিফটিতে। কিং ৪৩ বলে ৫৭ রান করেন। তবে ব্যাট হাতে ঝড় তোলেরন পাওয়েল মাত্র ২৮ বলে ৬১* রানের ইনিংস খেলেন এই ব্যাটিং দানব।

জবাবে শুরুতেই ২৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ছিটকে যায় বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে সাকিব আল হাসান হাঁকান মাইলফলক স্পর্শ করা ফিফটি। ৬৮ রানের অপরাজিত ইনিংসটিও অবশ্য দলের কাজে আসেনি। ৬ উইকেটে ১৫৮ রানেই থামতে হয় বাংলাদেশকে।

গতরাতের ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এই ফরম্যাটে ১০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন আগেই। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।

ওবেদ ম্যাকয়কে ডিপ স্কয়ার লেগ দিয়ে মারা ছয়ে ২ হাজার রান হয় সাকিবের। মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি হলো তাঁর। টি-টোয়েন্টিতে রিয়াদের মোট রান এখন ২০২১। ২০০৫ রান নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here