টি-টোয়েন্টিতে মুশফিকের অবসর, হৃদয় ভেঙেছে মাহমুদউল্লাহর

0
70

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন উইকেটরক্ষক এই ব্যাটার নিজেই। এখন থেকে জাতীয় দলের জার্সিতে আর কোনোদিন টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা যাবে না ৩৫ বছর বয়সী ক্রিকেটারকে।

এমন এক সময়ে অবসরের ঘোষণা দিলেন, যখন কিনা দল থেকে বাদ পড়ার শঙ্কা রয়েছে। সদ্যই এশিয়া কাপে ব্যর্থতার পর, আবারও মুশফিকের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনায় তিনি থাকেন কিনা, এই নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। এসবের মাঝে এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন ডানহাতি এই ক্রিকেটার।

মুশফিকের বিদায়ের ঘোষণায় খানিক অবাকই হয়েছেন দীর্ঘ দিনের সতীর্থ ও ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদ। মন ভেঙেছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। তবে মুশফিকের অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এছাড়া শুভ কামনাও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদউল্লাহ লেখেন, ‘প্রিয় মুশফিক, আমার জন্য এটা হৃদয়বিদারক ছিল তোমার অবসরের ঘোষণা। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে পেরে আনন্দিত। তোমার পরিশ্রমের ধরন যেকোনো ফরম্যাটের জন্য অনুকরণীয়।’

টি-টোয়েন্টি ফরম্যাটে শুধু জাতীয় দলের জার্সিকে বিদায় বলেছেন মুশফিক। বিপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে ঠিকই চালিয়ে যাবেন খেলা। এছাড়া ওয়ানডে এবং টেস্টে নিয়মিত খেলবেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ১০২টি ম্যাচ খেলেছেন মুশফিক। যেখানে ৯৩ ইনিংসে ব্যাট করে রান করেছেন ১৫০০। গড় ১৯.৪৮ ও স্ট্রাইক রেট ১১৫.০৩। ৬টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলেছেন ৭২ রানে অপরাজিত থেকে। ফিল্ডিংয়ে ৪২টি ক্যাচ নিয়েছেন আর স্টাম্পিং করেছেন ৩০টি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here