টি-টোয়েন্টির আগে সুস্থ রোহিত শর্মা

0
11

স্পোর্টস ডেস্কঃ করোনা মুক্ত হলেন রোহিত শর্মা। এজবাস্টন টেস্টের আগে করোনা আক্রান্ত হওয়া ভারত অধিনায়ক খেলতে পারেন নি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। চলমান টেস্টের মধ্যেই সুখবর পেলেন এই ডানহাতি ব্যাটার। ইংলিশদের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগে আইসোলেশন থেকে মুক্ত হলেন রোহিত।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, সুস্থ হয়ে যাওয়া রোহিতকে সাদা বলের সিরিজ শুরুর আগেই স্কোয়াডে পাওয়া যাবে। আগামী ৭ জুলাই ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বোর্ডের ঐ কর্মকর্তা বলেন, ‘রোহিত শর্মার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ও আইসোলেশনে থেকে বেরিয়ে এসেছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরার জন্য প্রথম টি-টোয়েন্টির আগে ওর কিছুটা বিশ্রাম এবং অনুশীলনের প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here