স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সুস্থ হয়ে ফিরতে তিন সপ্তাহ লাগবে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহানের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।
আঙুলের চোটে ছিটকে যাওয়া সোহান নিশ্চিত মিস করছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। রোববার দ্বিতীয় টি-টোয়োন্টিতে পেসার হাসান মাহমুদের একটি বল উইকেটের পেছনে ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে ব্যাথা পান সোহান। এক্স-রে করার পর দেখা যায়, সেখানে চিড়।
টি-২০ সিরিজের শেষ ম্যাচে দলকে কে নেতৃত্ব দেবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে সোহান যে খেলছেন না, সেটা নিশ্চিত করেছে বিসিবি। ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না এই উইকেটরক্ষক ব্যাটার। তাই তাকে ফিরে আসত হেব দেশে।
বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘এক্স-রে রিপোর্টে তার তর্জনী আঙুলে একটি ফাটল দেখা দিয়েছে। এ ধরণের ইনজুরি সারতে তিন সপ্তাহের মতো সময়ের প্রয়োজন। সোহান মঙ্গলবার সিরিজের শেষ টি-২০ ম্যাচ এবং ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০/০০