নিজস্ব প্রতিবেদকঃ গেল কিছুদিন ধরেই মিরপুরের ক্রিকেট পাড়ায় গুঞ্জন, টি-টোয়েন্টির কোচ থেকে রাসেল ডোমিঙ্গোকে বিদায় বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সেটিই সত্যি প্রমাণিত হলো। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রধান কোচ থেকে সরিয়ে দেওয়া হলো ডোমিঙ্গোকে।
এশিয়া কাপ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। তবে টেস্ট ও ওয়ানডেতে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই প্রোটিয়া কোচ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আপাতত ডোমিঙ্গোকে বিদায় দেওয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এশিয়া কাপ এবং এরপর ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের এই ফরম্যাটে কোনো কোচই থাকছে না।
এই প্রসঙ্গে পাপন বলেন, ‘রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টিতে না, সে তো ওয়ানডে আর টেস্ট…(দায়িত্ব পালন করবেন)। আমরা টি-টোয়েন্টিকে আলাদা করেছি। প্রধান কোচ বলতে এখানে কেউ নেই (টি-টোয়েন্টি ফরম্যাটে)।’
এসময় টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। তার অধীনেই এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। তবে সেখানে প্রধান কোচের পদ শূন্যই থাকবে। যদিও টেকনিক্যাল কনসালটেন্টের নামে, প্রধান কোচের দায়িত্ব থাকবে শ্রীরামের কাঁধেই।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সাথেও আছেন। এর আগে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ও ‘এ’ দলে ৬ বছর কাজ করেছেন সহকারী কোচ ও স্পিন কোচ হিসেবে। কিছুদিন আগেই ছেড়েছেন এই দায়িত্ব। একে তো টি-টোয়েন্টিতে অভিজ্ঞ, তার ওপর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ, সেখানেও কাজ করেছেন। তাই বিসিবির এই সিদ্ধান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা