স্পোর্টস ডেস্ক:: এবার টি-১০ লিগে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশী এই তারকাকে ‘আইকন’ ক্রিকেটার হিসেবে নিয়েছে বাংলাদেশেরই মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। এর আগেও দলটিতে একাধিক বাংলাদেশী ক্রিকেটার খেলেছেন।
বাংলা টাইগার্সের কোচিং স্টাফেও থাকছেন বাংলাদেশীরা। দেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম দায়িত্ব পালন করবেন পরামর্শকের। প্রধান কোচের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমদ। দেশের ক্র্রিকেটের এ দুই পরিচিত মুখ আগেও দলটিতে কাজ করেছেন।
সাকিব ছাড়াও এবার বাংলা টাইগার্সে আরো কয়েকজন বাংলদেশী ক্রিকেটারকে দেখা যাবে। দুবাইয়ের এই লিগটিতে এর আগেও খেলেছেন বাংলাদেশী ক্রিকেটাররা। তবে সবশেষ আসরে তেমন কাউকে দেখা যায়নি জাতীয় দলের ব্যস্ততার কারণে।
আগামি টি-২০ বিশ্বকাপ পরেই টি-১০ লিগের ষষ্ট আসর শুরু হবে। ফলে বিভিন্ন দেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার পাওয়া যাবে টুর্নামেন্টটিতে। সংযুক্ত আরব-আমিরাতের এই ফ্রাঞ্চাইজি লিগে ছয়টি দল অংশ নিয়ে থাকে। তাদের একটি বাংলা টাইগার্স। দলটি শুরু থেকেই বাংলাদেশী ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা করে।
বাংলা টাইগার্সের মালিকানায়ও বাংলাদেশীরা। চট্টগ্রামের একজন ব্যবসায়ী ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন। ২০১৯ সাল থেকে টি-১০ লিগে খেলে আসছে বাংলা টাইগার্স। বাংলাদেশী ক্রিকেটাররা খেলার কারণেই ফ্র্যাঞ্চাইজিটির প্রতি আলাদা নজর থাকে এ দেশের ক্রিকেট সমর্থকদের। এবার তাই দলটি বাংলাদেশের সেরা তারকা সাকিবকে দলে নিচ্ছে। এমন খবরই দিয়েছে একটি গণমাধ্যম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০