স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজেও পিছিয়ে পড়লো। প্রথম টি-২০’তে দুর্দান্ত রোহিত শর্মার ব্যাটে স্বাগতিকদেরকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে লিড নিয়েছে সফরকারীরা।
রোহিত শর্মার দল আগে ব্যাট করে ১৯০ রানের বিশাল লক্ষ্য দেয় প্রতিপক্ষকে। জবাবে খেলতে নামা নিকোলাস পুরানের দল ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ১২২ রান করতে সমর্থ হয়।
টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত অধিনায়কের অর্ধশতকে ৬ উইকেটে ১৯০ রান তুলে। সূর্যকুমার ও রোহিতের উদ্বোধনী জুটিতে ভারত পায় ৪৪ রান। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ২৪ রানে সূর্যকুমার যাদব ফিরে গেলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তৃতীয় উইকেটে রোহিত শর্মা ও ঋষশ পন্থের জুটি থেকেও ৪৩ রান পায় ভারত। ষষ্ঠ উইকেটে রবীচন্দ্র অশ্বিন ও দীনেশ কার্তিকের ৫২ রানের জুটিতে বড় সংগ্রহ পায় ভারতীয় দল।
ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। সাত চার ও দুই ছয়ে ৪৪ বলে সাজানো ছিলো তার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। ১৯ বলের ইনিংসে চারটি চার ও দু’টি করে ছক্কা হাঁকান তিনি। এছাড়াও ২৪ রান করেন সূর্যকুমার যাদব।
উইন্ডিজের হয়ে আলজারি জোসেপ ২টি উইকেট লাভ করেন।
১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অর্ধশত রানের আগেই হারায় তিন উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি বড় লক্ষ্যে নেমে মারমুখী না হয়ে রক্ষণাত্মক হয়েই খেলতে থাকে। শেষ পর্যন্ত তাই ৮ উইকেটে ১২২ রানে থামে দলটি। অবশ্য ভারতীয় বোলাররা শুরু থেকেই চেপে ধরেন ক্যারিবিয়ান ব্যাটারদের।
বিশের ঘর পেরুতে পারেননি স্বাগতিক কোনো ব্যাটারই। ইনিংস সর্বোচ্চ ২০ রান করেছেন ওপেনার সামারাহ ব্রুকস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন কিমো পল। ১৮ রান আসে অধিনায়ক পুরানের ব্যাট থেকে। ১৫ রান করেন ওপেনার কাইল মায়ার্স।
ভারতের হয়ে অর্শ্বদ্বীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও রবি বিষ্ণু ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০