নিজস্ব প্রতিবেদক:: টেস্ট থেকে অবসর নিয়ে ছিলেন, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্যাটে-বলে সুবিধা করতে পারছিলেন না, বাদ পড়েন টি-২০ দল থেকে। এবার ওয়ানডে দল থেকেও বাদ মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্রামের মোড়কে এক দিনের ফরম্যাট থেকেও মাইনাস করে দেওয়া হলো সিনিয়র এই ক্রিকেটারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে। বোর্ডের ওয়ানডে ফরম্যাটের দলে জায়গা হয়নি সাইলেন্ড কিলার খ্যাত এই তারকার। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। এর আগে রিয়াদের বাদ পড়া বলে দিচ্ছে বিশ্বকাপের পরিকল্পনা থেকেও সরছেন তিনি।
২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট চলাকালেই মাঝপথে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদ। ৫০ টেস্টে ২৯১৪ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট। টি-২০ ফরম্যাটে সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপ ব্যর্থতায় টি-২০ দল থেকেও বাদ পড়েন। আর ফেরা হয়নি সংক্ষিপ্ত ফরম্যাটের এই দলে।
এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন। ৬ মার্চ সাগরিকায় সবশেষ ওয়ানডেতে খেলেন তিনি। সামনের আয়ারল্যান্ড সিরিজেই বাদ পড়লেন এই ফরম্যাট থেকেও। যদিও বিসিবি তার এই বাদপড়াকে বলছে বিশ্রাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে একই সময়ে। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে। পবিত্র রোজার কথা মাথায় রেখে পেছানো হয়েছে শেষ ওয়ানডে শুরুর সময়।
ওয়ানডের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এই সিরিজটি হবে চট্টগ্রামে। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টের ভেন্যু মিরপুর।
বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, জাকির হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post