স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনাতো বড় লজ্জাই পেয়েছে। সেই সঙ্গে অন্যন্য এক রেকর্ড গড়েছেন টাইগার স্পিনার আরাফাত সানি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সেরা ইকোনমি রেটে বোলিং করলন তিনি।
বৃহস্পতিবার বিপিএলে খুলনার লজ্জার দিনে সানি ২.৪ ওভারে ২ মেডেনে শুন্য রানে তিনটি উইকেট পান।
খুলনা ৪৪ রানে অলআউট হওয়ার দিনে আরাফাত সানি তিনটি উইকেট শিকার করেছেন তিন রকমে। আরিফুল হক, জুনায়েদ খান এবং মোহাম্মদ আসগারকে তিনি আউট করেন। আরিফুলকে এলবির ফাঁদে ফেলেন সানি। জুনায়েদ খানকে সৌম্য সরকারের তালুবন্দি করেন তিনি আর মোহাম্মদ আসগারকে বোল্ড করে খুলনার ইনিংস গুটিয়ে দেন সানি।
সংক্ষিপ্ত ফরমেটে সেরা ইকোনোমির রেকর্ডটি লংকান বোলার দিনুকা হেত্তিয়ারাচ্চির দখলে। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ৫ বলে কোনো রান না দিয়ে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন হেত্তিয়ারাচ্চি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০