স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি-২০ ফরম্যাটের অলরাউন্ডারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের নতুন রাজা হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছেন লিভিংস্টোন। এবার পেলেন দুর্দান্ত খেলার বড় পুরস্কার। প্রথমবারের মতো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নতুন ‘রাজা’ হয়েছেন তিনি।
অজি সিরিজে দুর্দান্ত করে র্যাঙ্কিংয়ে এক লাফে সাত ধাপ এগিয়েছেন তিনি। তাতে করে নিচের সবার অবস্থানই বদলে গেছে। মার্কাস স্টয়নিসদের নেমে যেতে হয়েছে দ্বিতীয় স্তানে। তৃতীয় স্থানে আছেন সিকান্দার রাজা, চারে সাকিব আল হাসান ও পাঁচে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০