স্পোর্টস ডেস্ক:: টাইগার ব্যাটাররা রান নিতে পারেন না অর্ধেকের মতো বলেও। ডট বলের জন্য বিখ্যাতই বলা যায় বাংলাদেশ দলকে। টি-২০ ক্রিকেট ডট বলে পৃথিবীর অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার শীর্ষে বাংলাদেশ। গত এক বছরের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের উপরে ডট বল দেয়নি আর কোনো দল।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচেও বাংলাদেশের ব্যাটাররা ৪৩টি বল ডট দিয়েছেন। নিতে পারেননি কোনো রানই। দুই ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষের দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্যারিবিয়ানরা।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গত এক বছরে বাংলাদেশ দল ১ হাজার ৩শ ৯১টি বল ডট দিয়েছে। ২৮ ইনিংসে এই বল ডট খেলে শীর্ষে আছে টাইগাররা। ৪২.৯৫ ভাগ বলেই কোনো রান নিতে পারেননি রিয়াদ, সাকিবরা। বাংলাদেশের পরেই দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। গত এক বছরে ২৬ ইনিংসে ডট বল দিয়েছে ১ হাজার ১শ ৮২টি। ৪২.৭২ ভাগ বলেই ক্যারিবিয়ানরা কোনো রান নিতে পারেনি।
ডট বলে বিশ্ব ক্রিকেটে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। ১৪ ইনিংসে ৫৯১টি বল ডট দিয়েছে ইংলিশরা। ৩৮.৮৩ ভাগ বলে কোনো রান নিতে পারেনি তারা। চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। ১৫ ইনিংসে ৩৮.৮২ ভাগ বলে রান পারেনি দলটি। ডট দিয়েছে ৬৯৮টি বল। পঞ্চম স্থানে থাকা দলটির নাম অস্ট্রেলিয়া। ২৬ ইনিংসে দলটি ডট দিয়েছে ১ হাজার ৮৫টি বল। ৩৮.২০ ভাগ বলে রান নিতে পারেনি অজিরা।
ডট বলে বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ স্থানে থাকা ভারত রান নিতে পারেনি ৮৯২টি বলে। ২৪ ইনিংসে ৩৪.৮৯ ভাগ বলই ছেড়ে দিয়েছে ভারতীয় ব্যাটাররা। সাতে থাকা পাকিস্তান গত এক বছরে ৬৩৭ বলে কোনো রান নিতে পারেনি। ১৭ ইনিংসে ৩৩.৬৫ ভাগ বলই ছেড়ে দিয়ছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০